গত ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে পারেনি নরওয়ে। এবারের বাছাইপর্বও উৎরাতে পারেনি তারা। ফলে আগামী বছরে অনুষ্ঠয় এ আসরে খেলতে পারছে না নরওয়ের।
ইউরো বাছাইপর্বের ম্যাচে ৩-৩ গোলে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করে নরওয়ে। ফলে তাদের যে আগামী ইউরো চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে না, সেটা নিশ্চিত হয়ে যায়।
দলের মধ্যমনি আর্লিং হলান্ড ক্লাব ফুটবলে যেমনটা জ্বলে উঠেছেন, জাতীয় দলে তার পারফম্যান্স ছিল ঠিক এর উল্টো। ম্যানচেস্টার সিটির হয়ে মুড়িমুড়কির মতো গোল করলেও জাতীয় দলে ছিলেন বিবর্ণ। জাতীয় দলকে এখন পর্যন্ত কোনো বড় শিরোপা জেতাতে, এমনকি বড় কোনো আসরেও দলকে তুলতে পারেননি এ ফুটবলার।
নরওয়ের সরাসরি ইউরোতে অংশ নেওয়ার আশা ফিকে হয় গত ১৫ অক্টোবর। স্পেনের বিপক্ষে তাদের হার নিশ্চিত করে সরাসরি ইউরোর টিকিট পাচ্ছেন না তারা। এর প্লে-অফের সুযোগ থাকলেও স্কটল্যান্ডের সঙ্গে ড্রয় করায় সে সুযোগটাও হাতছাড়া হয় তাদের।
বিডি/এস/এমকে