বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (২১ নভেম্বর) জেলা সদরের জগদল বাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ মিছিল ও সমাবেশ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি বলেন, সম্পূর্ণ অবৈধভাবে এ ফ্যাসিবাদ সরকার আদালতের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। বিগত নির্বাচনগুলোতে সংসদ সদস্যসহ স্থানীয় নির্বাচনে বিজয়ী হয়ে জামায়াত জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু গত দু’টি জাতীয় নির্বাচনে সরকার দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। জামায়াতের এ নেতা আরও বলেন, ফ্যাসিবাদ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করেছে। অবিলম্বে এ তফশিল বাতিল করতে হবে। অন্যথায় হরতালসহ গণআন্দোলনের মাধ্যমে ঘোষিত একতরফা তফশিল বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে।
বিক্ষোভ ও সমাবেশে জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলীসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে