নিবন্ধন বাতিলের প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। জেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (২১ নভেম্বর) জেলা সদরের জগদল বাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ মিছিল ও সমাবেশ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি বলেন, সম্পূর্ণ অবৈধভাবে ফ্যাসিবাদ সরকার আদালতের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল। বিগত নির্বাচনগুলোতে সংসদ সদস্যসহ স্থানীয় নির্বাচনে বিজয়ী হয়ে জামায়াত জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু গত দু’টি জাতীয় নির্বাচনে সরকার দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। জামায়াতের নেতা আরও বলেন, ফ্যাসিবাদ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করেছে। অবিলম্বে তফশিল বাতিল করতে হবে। অন্যথায় হরতালসহ গণআন্দোলনের মাধ্যমে ঘোষিত একতরফা তফশিল বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে।

বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলীসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর