ডোমারে ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

নীলফামারী প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩

নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণে সংগীতের চুড়ান্ত প্রতিযোগিতা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে বর্নিল সাজ সজ্জায় এ প্রতিযোগীতা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মৌসুমী রায় তমা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের উদ্যোগে এ প্রতিযোগিতায় স্থানীয় ১০ জন সেরা প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার আগে প্রতিযোগিতার মোট ১০৬ জন প্রতিযোগির মধ্যে কয়েক ধাপে প্রথম হয়ে তারা চুড়ান্ত প্রতিযোগিতায় আসেন।

চুড়ান্ত প্রতিযোগিতায় ১ম রানার আপ হয়েছে তুলসী চক্রবর্তী এবং ২য় রানার আপ হয়েছে প্রকাশ রায়। চাম্পিয়নকে ৫০হাজার, প্রথম আনার আপকে ২৫ হাজার দ্বিতীয় আনার আপকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

এদিকে প্রতিযোগিতার অনুষ্ঠানে ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- নীলফামারী ০২ আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উদ-নবী প্রমুখ।

ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অম্বেষণ সংগীত প্রতিযোগীতার প্রধান পৃষ্ঠপোষক উদ্যোগক্তা উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, গত ৩০ সেপ্টেম্বর ১০৬ জন প্রতিযোগী ইয়েজ কার্ড পেয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগীতায় অংশ নেন। ধারাবাহিক ভাবে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ৫ম রাউন্ডে প্রতিযোগীতা হয়। এসব ধাপে উত্তীর্ণ ১০জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে সংগীত পরিবেশনের সুযোগ পায়।

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর