২৪ দিনে ১৮৫ যানবাহনে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৩

গত ২৮ অক্টোবর হতে ২০ নভেম্বর পর্যন্ত- এ ২৪ দিনে দেশের ৩৪ জেলা মিলে ১৫টি স্থাপনাসহ বিভিন্ন ধরণের ১৮৫টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ সময়ে আলাদভাবে কয়েক দফায় হরতাল ও অবরোধ ডাকে সরকার বিরোধীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল সংশ্লিষ্ট সূত্রে আগুন দেওয়া সংক্রান্ত এ তথ্য জানা গেছে। এ ২৪ দিনে সবচেয়ে বেশি আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে জেলা হিসেবে গাজীপুরে ও উপজেলার মধ্যে বগুড়া সদরে।

জানা গেছে, রাজধানী ঢাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে আগুনের ঘটনা বেশি ঘটে। উত্তরে বেশি মিরপুরে। সারা দেশে ৩০টি জেলায় আগুন দেওয়ার খবর পায়নি ফায়ার সার্ভিস। মোট উপজেলাগুলোর মধ্যে ৬০টিতে আগুনের ঘটনা ঘটলে ৪৩৫টি উপজেলায় অগ্নিকাণ্ড ঘটেনি।

আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে বাস ১১৮টি, ট্রাক ২৬টি, কাভার্ড ভ্যান ১৩টি, মোটরসাইকেল ৮টি, প্রাইভেটকার ২টি, মাইক্রোবাস ৩টি, পিকআপ ৩টি, সিএনজি ৩টি, ট্রেন ২টি, নছিমন ১টি, লেগুনা ৩টি, ফায়ার সার্ভিস এর পানিবাহী গাড়ি ১টি, পুলিশের গাড়ি ১টি, অ্যাম্বুলেন্স ১টি রয়েছে।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর