বাজে মন্তব্যের মুখে মধুমিতা

১৭ মার্চ ২০২১

'বোঝেনা সে বোঝেনা' নামের সিরিয়ালটি স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় টিভি ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন মধুমিতা সরকার। পাখি চরিত্রটি মূলত মধুমিতাই পর্দার রূপ। পাখি হিসেবে বেশ জনপ্রিয় হন তিনি। পাখির আড়ালে তার আসল নামটাই ঢেকে গিয়েছিল। 

ফেসবুকে খোলামেলা ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন মধুমিতা সরকার। মঙ্গলবার ফেসবুকে ছবি শেয়ার করার পর থেকেই একের পর এক বাজে মন্তব্যের আক্রমণের মুখে পড়তে হয় মধুমিতাকে। 


মন্তব্য
জেলার খবর