রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ ৮ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
১ ডিসেম্বর এ পরীক্ষা হওয়ার কথা ছিলে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেছানো হলো পরীক্ষাটি। প্রথম তারিখ ছিল ২৪ নভেম্বর। এবারই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে বিভাগভিক্তিক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১ ঘণ্টার এ লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। মঙ্গলবারের আন্তঃমন্ত্রণালয়ের সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বিডি/এন/এমকে