ঈশ্বরগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে রড দিয়ে পিটিয়ে মো. মাজহারুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রকে গুরুত্বর আহত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় কিশোর গ্যাং তার উপর হামলা চালায়। তবে কেন হামলা চালোনো হয়েছে, সেটা জানা যায়নি।
এদিকে এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর প্রধান আসামি জিলানিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, উচাখিলা আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাজহারুল ইসলাম শনিবার সন্ধ্যায় উচাখিলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উচাখিলা ইউনিয়ন ভূমি অফিসের কাছে কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পেটানো হয় তাকে।
এদিকে এ ঘটনায় মাজহারের চাচা কাজিম উদ্দিন থানায় মামলা করেন। মামলায় মোহাম্মদ জিলানীসহ ৫ জন নামীয় ও অজ্ঞাতনাম ১২ জনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি/হুমায়ুন কবির/সি/এমকে