নীলফামারীতে ট্রাক্টরের চাপায় পার্বতীপুরের আ.লীগ নেতা নিহত

নীলফামারী প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় জ্যোতি রায় (৭৫) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন, তার সহযোগী মোটর সাইকেলচালক সবুজ (৩৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বাঙালীপুর ইউনিয়নের পীরপাড়া গাড়ারপাড় এলাকায় দূর্ঘটনা ঘটে।

জ্যোতি রায় সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তার বাড়ি একই ইউনিয়নের বেনীরহাট এলাকায়।

আহত সবুজ বেনীরহাটের অবিনাশ রায়ের ছেলে। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক  উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে। তার পরিচয় জানা যায়নি।

জানা যায়, সবুজ জ্যোতি রায় মোটরসাইকেলে চৌমুহনী বাজারে আসছিলেন। পথে পীরপাড়া এলাকায় এক ট্রাক্টরের ধাক্কায় ট্রাক্টরটির নিচে চাপা পড়েন তারা। এতে চাকায় পিষ্ট হয়ে নাড়িভুঁড়ি বেড়িয়ে পড়ে জ্যোতি রায়ের। ঘটনাস্থলেই তিনি মারা যান।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরের চালককে আটকের চেষ্টা চলছে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর