পাবনার চাটমোহর শহরের অদুরে ‘ওয়াদি বাজার’ নামের একটা ডিপার্টমেন্টাল স্টোরে চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করা হয়েছে।
জাবরকোল জীবননগর মোড়ে সাংবাদিক পরিবারের ৪৫০ বর্গফুটের এ দোকানে চুরি করতে সাটারের ও সাটারের ভেতরে অধিক নিরাপত্তায় ব্যবহৃত গ্রিল মিলে ৯ তালা বৈদ্যুতিক মেশিন দিয়ে কাটা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) ভোরে চুরির বিষয়টি টের পায় স্থানীয়রা। তার আগে মঙ্গলবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন দোকানের মালিক।
এদিকে সকালে গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রজব আলী বাবলু, স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) কে জানানো হয়েছে।
জানা গেছে, চুরি করা মালামালের মধ্যে ব্রাণ্ডের কোম্পানির কসমেটিক্স ও সয়াবিন তেল রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার আইনগত সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান গেছে।
প্রসঙ্গত, চাটমোহরে চোরের উপাত বৃদ্ধি পেয়েছে। মাঝেমধ্যেই চুরির খবর পাওয়া যাচ্ছে। চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিডি/সি/এমকে