সাতক্ষীরায় রাস্তা পার হওয়ার চেষ্টারত এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন শাবুর আলী (৩২) নামে খোয়া ভাঙানোর মেশিনের এক চালক।
বুধবার (২২ নভেম্বর) সকালে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার খাদ্য গোডাউন মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
শাবুর আলী যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শাবুর আলী ভ্রাম্যমাণ মেশিন দিয়ে ইটের খোয়া ভাঙিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি সেই মেশিন নিয়ে যাচ্ছিলেন। পথে কলারোয়ার খাদ্য গোডাউন মোড়ে রাস্তা পারের চেষ্টারত ওই শিশুকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে তার ভ্রাম্যমাণ মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মেশিনের নিচে পড়ে তার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে