মন্তব্য
জাপানের একটি জেলা আদালত এক সিদ্ধান্তে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি না দেয়া ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন। ছয় সমকামীর করা মামলার পরিপ্রেক্ষিতে সাপোরো জেলা আদালতে এ রায় দেওয়া হয়।
জাপানের সংবিধানে বিয়ে বলতে শুধু ‘উভয় লিঙ্গের’ মধ্যে বিয়ে হওয়াকেই বোঝায়।
জি-৭ এর দেশগুলোর মধ্যে জাপানই একমাত্র দেশ যেখানে সমলিঙ্গের বিয়ে বৈধ নয়। কিন্তু বুধবার দেশটির সাপ্পোরো শহরের আদালত রায় দেন যে, দম্পতিদের সমঅধিকারের যে নিশ্চয়তা সংবিধান দেয়, সমলিঙ্গের বিয়ে অবৈধ রাখার ফলে এই নিশ্চয়তা অস্বীকার করা হচ্ছে।
বিবিসি