গুরুদাসপুরে জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩

নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যানে আগুন দেওয়ার মামলায় জামায়াত-বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সদস্য মো. জুলহাস, মশিন্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, চাপিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান শুভ। বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৫ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর বড়াইগ্রাম সীমান্তবর্তী এলাকার আইড়মারী এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই মামলায় আব্দুল আলিমকে এবং নাশকতার মামলায় জুলহাস, আব্দুস সালাম ও সাজেদুর রহমান শুভকে গ্রেফতার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, নাশকতা মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতার চেষ্টা চলছে। নাশকতা রোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। নাশকতার দুটি মামলায় উপজেলায় এ পর্যন্ত অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর