নাটোর-৪ আসনে নৌকা প্রত্যাশী ১৪ জনের মনোনয়ন জমা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় নাটোর- আসনে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দলের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জমা দেন তারা।  গুরুদাসপুর ও বড়াইগ্রাম- এ দুই উপজেলা মিলে নাটোর- ৪ সংসদী আসন।

এ ১৪ জনের মধ্যে গুরুদাসপুর উপজেলায় ১০ বড়াইগ্রামে জন রয়েছেন। তারা হলেন- গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য এড কোহেলী কুদ্দুস মুক্তি, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, কেন্দ্রীয় যুব লীগের সদস্য আতিকুর রহমান ভুল, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু,আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের।

অন্যদিকে বড়াইগ্রামের প্রার্থীরা হচ্ছেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড আরিফুল ইসলাম সরকার প্রবাসী রফিক পারভেজ।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর