নির্বাচনী মাঠে নামছেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৩

দেশের দ্বাদশ জাতীয় সংসদ ঘিরে ২৮ নভেম্বর নির্বাচনী মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নেবেন। কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে কি না, এগুলো রিটার্নিং কর্মকর্তারা (ডিসি) দেখবেন।

বুধবার (২২ নভেম্বর) নির্বাচনি আচরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ইসির এ কমিশনার জানান, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আচরণবিধি না মানলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন। তিনি জানান, এলাকায় গাড়ি বা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে কেউ এখন কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কেউ এখন ভোটও চাইতে পারবে না।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, মনোনয়ন ফরম কেনার সময় মিছিল করা আচরণবিধির মধ্যে পড়ে না। পার্টি অফিসের ভেতরে রাজনৈতিক কার্যক্রমও নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়বে না।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর