ছেলের কুড়ালের আঘাতে আহত বাবার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩


জয়পুরহাটের কালাই উপজেলায় নিজের ছেলের কুড়ালের আঘাতে আহত আব্দুল আলিম (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে বুধবার (২২ নভেম্বর)।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে  গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে আঘাত করা হয়েছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত রেজভী পলাতক রয়েছেন। 

আব্দুল আলিম উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, আব্দুল আলিমের দুই স্ত্রী।  প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবার সাথে বাকবিতন্ডায় জড়াতেন। 

ঘটনার রাতেও এ নিয়ে তাদের বাড়িতে কথা কাটাকাটি শুরু হয় বাবা ও ছেলের মধ্যে।এক পর্যায়ে রেজভী তার  বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে বসে। এ দিকে আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে বাঁচাতে আসলে তাকেও কুঁড়াল দিয়ে আঘাত করে রেজভি। এতে গুরুতর আহত হন তারা দুজন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে রেজভী পালিয়ে যায়। তাদের  উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই চিকিৎসকরা দু'জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

 ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিডি/আব্দুল্লাহ হেল বাকী/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর