প্রিয় শিষ্যদের অনুরোধে আর্জেন্টাইন দলেই থাকছেন স্কালোনি !

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৩

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারানোর পর আকস্মিকভাবেই নিজের পদত্যাগের ইঙ্গিত দিয়ে বসেন আর্জেন্টাইন দলের কোচ লিওনেল স্কালোনি। তার এমন অপ্রত্যাশিত ইঙ্গিত বেশ চমক দেয় সবাইকে। কিন্তু শেষ পর্যন্ত হয়তো সেই ইঙ্গিত বাস্তবে ঘটবে না, প্রিয় শিষ্যদের অনুরোধে দলের সঙ্গে থেকে যাবেন কোচ লিওনেল স্কালোনি। কেননা তার এমন সরে যাওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি দলের কোনো খেলোয়াড়ই।

লিওনেল স্কালোনির কারণে মহাদেশীয় এবং বৈশ্বিক পর্যায়ে আর্জেন্টিনা সাফল্য পায়। বলা হচ্ছিল, আর্জন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বেশকিছু ইস্যুতে মনোমালিন্য চলছে তার। এ কারণেই হয়তো এমন ইঙ্গিত দেন তিনি।

এদিকে টিওয়াইসি স্পোর্টসে কর্মরত আলবিসেলেস্তে ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন জানান, এখনই পদ ছাড়ছেন না স্ক্যালোনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আরও কিছুটা সময় ভাবতে চান।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর দলের কোচ হিসেবেই স্কালোনি ফিরে যাচ্ছেন আর্জেন্টিনায়। সেখানে কিছুদিন নিজের মতো বিশ্রাম নেবেন। তখনই সিদ্ধান্ত নিয়ে ভাবনাচিন্তা করবেন। এরপরেই জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। অবশ্য পদত্যাগ করার ইঙ্গিত দেওয়ার পরেই খেলোয়াড়দের অনেকেই তাকে দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধও করেছেন।  স্কালোনি তাদের অনুরোধে থেকে গেলে সেক্ষেত্রে আর্জেন্টিনাও নিশ্চয়ই পরের দুই বড় আসর নিয়ে নতুন করে স্বপ্ন দেখবে।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর