সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে মসজিদ ও মন্দির

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩

পুকুরের একপাড়ে মসজিদ, অপর পাড়ে মন্দির। মাঝখানে পুকুর। সেই পুকুর  থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলার  বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা বলফিল্ডের পশ্চিম পাশের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, এ বালু  উত্তোলন বন্ধ করার।

সরেজমিনে দেখা যায়, পুকুর থেকে বালু উত্তোলন করায় মসজিদ মন্দির ধ্বসে পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। নাম না জানানোর  শর্তে স্থানীয় বাসিন্দারা  বলেন, বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর ব্রীজের পাশ থেকে ট্যাংরাগামী রাস্তা কার্পেটিংয়ের জন্য এ বালু সরবরাহ করা হচ্ছে। অথচ সেই কাজের জন্য বালুমহাল থেকে বালু এনে ব্যবহার করার কথা।

তারা জানান,  এ কাজের সাব ঠিকাদার শহিদুল ইসলাম, স্থানীয় মেম্বর বদরুজ্জামান খোকা, ড্রেজার মেশিন মালিক শফিকুল ইসলাম কালু (গাইন) ও চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান পরস্পরের যোগসাজশে  এ বালু উত্তোলন করছে।

ড্রেজার মেশিনের মালিক শফিকুল ইসলাম কালু বলেন, বালু উত্তোলন করে রাস্তায় দিচ্ছি। বিস্তারিত জানতে মেম্বরের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি। বাঁশদহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর বদরুজ্জামান বলেন, চেয়ারম্যানসহ পরিষদের সব মেম্বর নিয়েই বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করে রাস্তায় না দিলে কাজটি ফিরে যেতো। এজন্য চেয়ারম্যান উপজেলায় কথা বলেছেন। তবে বালু উত্তোলনে আমাদের কোন স্বার্থ নেই।

সাব ঠিকাদার শহিদুল ইসলাম বলেন, বালু তো আমি উঠাচ্ছি না। বালু উঠাচ্ছে মেম্বর বদরুজ্জামান খোকা চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান। আমি সাব ঠিকাদার হিসেবে কাজের তদারকি করছি।

বাঁশদহা ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা মহাসীন আলী বলেন, কয়েক দিন আগে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম। তবে আবার বালু উত্তোলন হচ্ছে শুনে ঘটনাস্থলে গেলে বালু উত্তোলনকারীরা বলেন, ইউএনও স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে নাকি তারা বালু উত্তোলন করছেন। সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী এয়াকুব আলী বলেন, রাস্তায় বালু ভরাট করা হচ্ছে বলে জেনেছি। তবে কোথা থেকে বালু উত্তোলন করা হচ্ছে ,সেটি জানি না।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, বালু উত্তোলন মাঝে বন্ধ ছিল। তবে এখন বালু উত্তোলন হচ্ছে কিনা তা বলতে পারবো না। বালু উত্তোলনের ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর