ওয়াইফ ছাড়া শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পায় না কেউ: স্বাগতা

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৩

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সম্পর্কে খুব বেশি জানেন না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী স্বাগতা। বলেন, তবে তার সম্পর্কে প্রোপাগান্ডা শুনি। আপনি  যেমন শোনেন, আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পায় না।

সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমের সঞ্চালকের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে  এমনটা বলেছেন নাটকের এ অভিনেত্রী।

স্বাগতা বলেন, প্রচুর নাটকে কাজ করলেও সিনেমায় কাজ করা হয়নি আমার। অপু বিশ্বাসকে ছাড়া শাকিব খান সিনেমা করবেন না। তবুও করলেন কার সাথে? বুবলীর সাথে, এ দুজনেই তার স্ত্রী। কিন্তু আমি তো আর তার বউ হবো না-যোগ করেন স্বাগতা।

শাকিব প্রসঙ্গে স্বাগতা আরও বলেন, তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতেন, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।

এদিকে শাকিব খানকে নিয়ে স্বাগতার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি শাকিবভক্তরা। তারা বলছেন, অপু বিশ্বাস বুবলীর বাইরেও একাধিক নায়িকাকে নিয়ে শাকিব খান সিনেমায় কাজ করেছেন।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর