টিকিট একটা, ধরতে চান ১৯ জন, এগিয়ে কে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩

তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামঢোল শুরু হয়েছে। সংসদ সদস্য পদে দলীয় একক মনোনয়ন দিতে মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাবনা-৩ সংসদীয় আসনে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ১৯ জন। এর মধ্যে বর্তমান সংসদ সদস্যও আছেন। আছেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র। জনমনে এখন প্রশ্ন- দলের টিকিট পাছেন কে, টিকিট পাওয়ার সম্ভবনা কার বেশি, দৌড়ে এগিয়ে আছেন কে ?

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর- এ তিন উপজেলা নিয়ে সংসদীয় এলাকা ৭০ পাবনা-৩। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে এ আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন আলহাজ্ব মো. মকবুল হোসেন। তাঁর বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়।

দ্বাদশ সংসদ নির্বাচন করার বাসনা থেকে মনোনয়ন ফরম তুলেছেন- পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি পাবনা- আসনের বর্তমান এমপি মো. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মেজর জেনারেল (অব.) . মো. ফসিউর রহমান, সহসভাপতি চাটমোহর পৌর মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হামিদ মাস্টারবিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলীম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. শাহআলম, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সরকার, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ্, পাবনা জেলা কৃষকলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. মেছবাহুর রহমান রোজ, পাবনা জেলা যুবলীগ নেত্রী সাবেক এমপি মরহুম ওয়াজি উদ্দিন খানের মেয়ে তাওহিদা তানমান খান স্বাতী, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য সাবেক এমপি মরহুম মোজাম্মেল হক সমাজীর পুত্রবধু ইউ জাবিন সমাজী, আমেরিকার ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক নুরজাহান বেগম মুক্তি, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম শাহেদ, আওয়ামী লীগ নেতা বায়েজিদ দৌলা বিপু (ভাঙ্গুড়া),  মো. রবিউল করিম রবি (চাটমোহর) এবং মো. নাহিদ হোসেন।

এ আসনে নিজের উপজেলা থেকে দলীয় মনোনয়ন ও এমপি আশা করছেন উপজেলাভিত্তিক সাধারণ ভোটাররা। ভাঙ্গুড়াবাসী তাদের উপজেলার উন্নয়নের রূপকার মো. মকবুল হোসনকে বা আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ কোনো নেতাকে এমপি দেখতে চাইলেও চাটমোহরের মানুষ চাচ্ছেন- চাটমোহর থেকেই এমপি হোক। মূলত ‘ইজম’টা নিয়ে ভাবছেন ভোটাররা।

নির্বাচনে এ আসনে এমপি কোন উপজেলা থেকে হবে, সেটা নির্ভর করছে দলের মনোনয়নের উপর। কেননা দল যাকে মনোনয়ন দেবে, তার হয়েই; নৌকা প্রতীক দেখে ভোট দেবেন আওয়ামী লীগের তৃণমল নেতাকর্মীসহ সমর্থকরা। তাছাড়া মনোনয়ন ফরম কেনা নেতাদের বড় একটা অংশও দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে মনে করছেন তারা।

দলের টিকিট পাছেন কে, টিকিট পাওয়ার সম্ভবনা কার বেশি, দৌড়ে এগিয়ে আছেন কে – এ প্রশ্নের জবাব মিলবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায়। বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ সভায় সিদ্ধান্ত হবে- কে হবেন  এ আসনের নৌকার মাঝি।

 

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর