দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগে দলের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তবে সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার আগে নাম প্রকাশ করবে না দলটি। আগামী ২৫ নভেম্বর (শনিবার) চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর)রাজধানী ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচনী মনোনয়ন বোডের সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। বৈঠক শেষে বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ সভায় রংপুরের ৩৩টি, রাজশাহীতে ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সব আসনে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।
ওবায়দুল কাদের আরও বলেন, চুড়ান্ত প্রার্থীর তালিকায় বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন। এ মুহূর্তে তাদের নাম বলতে পারছি না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ডের সভা শুরু। সভার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন স্বচ্ছ করার জন্য দরকারি সব করা হবে। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসক সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।
বিডি/আরডি/এমকে