সামনের সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৩

বঙ্গোপসাগরে চলতি সপ্তাহে শেষের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটা ঘূর্ণিঝড়ে রূপান্তির হতে পারে। এ ঘূর্নিঝড়ের নাম হবে মিগজাউম। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ, ভারত মিয়ানমারের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

ভারতের আলিপুর আবহাওয়া দফতরের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। পাওয়া তথ্যমতে, নিম্নচাপটি আগামী সোমবার আরও কিছুটা গভীর হয়ে অতি নিম্নচাপে পরিণত হতে পারে।

সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতেও বঙ্গোপসাগরে ঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর