মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক দাবি করার আড়ালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। যুক্তরাষ্ট্র সরকারের পাশাপাশি ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে রাশিয়া।
বুধবার মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন মারিয়া জাখারোভা। তার কথায় গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সরকারবিরোধী সমাবেশে আয়োজনের পরিকল্পনা নিয়ে বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে দেখা করেছেন পিটার হাস। তার এ কর্মকাণ্ড কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয় বলেও মনে করছে রাশিয়া।
বিডি/এন/এমকে