মন্তব্য
সাতক্ষীরায় রাষ্ট্রদ্রোহী মামলায় গাজী রেজাউল করিম মনু (৪৬) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে সাতক্ষীরার সদর উপজেলার মাছখেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেজাউল করিম মনু তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামের খাদেম গাজীর ছেলে ও জেলা জামায়ত ইসলামীর সুরা সদস্য। গত ইউপি নির্বাচনে খলিষখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহী মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিডি/কিশোর কুমার/সি/এমকে
কিশোর কুমার, সাতক্ষীরা