মন্তব্য
রোববার (২৬ নভেম্বর) থেকে সারা দেশে ফের টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ অবরোধ ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এটা বিএপির সপ্তমবারের মতো ডাকা অবরোধ। নতুনভাবে অবরোধ ডাকার দিনেই টানা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে তাদের। সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ে দফায় দফায় অবরোধ ও হরতাল ডেকে আসছে দলটি।
এদিকে ৭ম দফায় ডাকা অবরোধ সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী।
বিডি/আরডি/এমকে