প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের স্ত্রীসহ দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ফেসবুকে ভেরিফাইড করা নিজের পেজ থেকে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন তামিম।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেখা করার পরে দেশের একটি গণমাধ্যমকে তামিম নিশ্চিত করছেন, এটা কেবলই সৌজন্য সাক্ষাত ছিল।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট নিয়ে কিছু কথা হয়েছে তার। কিন্তু উল্লেখ করার মতো সেখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না। রাজনীতি নিয়ে প্রশ্ন হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি।
গত ৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। শেষমেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তাকে ডেকে নেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও মাশরাফির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই অবসরে না গিয়ে পুনরায় ক্রিকেটে ফেরার বলে জানান এ ওপেনার। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফেরেন। কিন্তু বিশ্বকাপ খেলা হয়নি তার। বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয় দেশে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও তিনি খেলছেন না বলে জানা গেছে।
বিডি/এস/এমকে