১২ হাজার ২৯৮ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৩

দেশে পাঁচ প্রকল্প বাস্তবায়নে সরকারকে ১১১ কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।  প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শৈশব বিকাশ, মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, নদীর তীর সুরক্ষা এবং নাব্যতা, শহুরে প্রাথমিক স্বাস্থ্য এবং গ্যাস বিতরণ দক্ষতার উন্নতির মাধ্যমে স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

বিশ্ববাংকের দেওয়া ঋণের এ ১১১ কোটি ৮০ লাখ ডলারকে বাংলাদেশি মূদ্রায় বিনিময় করলে টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ১২ হাজার ২৯৮ কোটি টাকা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি- সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর