সাতক্ষীরা-৩ আসনে মনোনায়ন চান আ.লীগ নেতা স্বপন

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৩

দীর্ঘদিন ছাত্রলীগ করেছি, পারিবারিভাবেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনায়ন দিলে বিপুল ভোট আমি সংসদ সদস্য নির্বাচিত হবো বলে আশা রাখি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা .লীগের শিল্প বাণিজ্য বিষায়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়ন পেলে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে তার।

এজাজ আহম্মেদ স্বপন বৈশ্বিক মহামারি করোনার সময় সমাজের অসহায় মানুষের পাশে ছিলেন। সম্প্রতি জেলাব্যাপী বৃক্ষরোপন করে সবার প্রশংসা  কুড়িয়েছেন। কালিগজ্ঞ উপজেলার বসন্তপুর নদী বন্দর প্রতিষ্ঠার পেছনেও তার অবদান রযেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী এ নদীবন্দরের উদ্ভোধন করেন।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর