সবজি মৌসুমখ্যাত শীতকালের সবজি পাওয়া যাচেছ ধামইরহাটের হাটবাজারে। এসব সবজির মধ্যে আগাম বাজারে আসা সবজিগুলোর দাম চড়া। তারপরও নতুন সবজির স্বাদ নিতে কম-বেশি পরিমাণে কিনছেন ক্রেতারা।
সারাবছর পাওয়া যায় এমন সবজির পাশাপাশি এখন কাঁচা টমেটো, শালগম, পেঁয়াজ পাতা, মুলা, শিম জায়গা করে নিচ্ছে বাজারে।
বিক্রেতারা বলছেন, নতুন এসেছে বলেই এসব সবজির দাম বেশি। কয়েক দিন গেলেই দাম কমতে শুরু করবে। ইতোমধ্যে কিছু সবজির দাম কমেছে । শীতকালীন সবজি ছাড়া অন্যান্য সব সবজির দামই রয়েছে নিম্নমুখী। মুলার দাম নেই বললেই চলে।
দাম চড়া হলেও ক্রেতাদের ভাষ্য, নতুন সবজি এসেছে বাজারে, স্বাদ না নিলে কীভাবে হয়?
শুক্রবার (২৪ নভেম্বর) ধামইরহাট পৌর সদরের সাপ্তাহিক আমাইতাড়া হাটে সরেজমিন দেখা যায়, টমেটো ১২০, শিম ৬০, মুলা ১৫, গাজর ৪০, পেয়াজ-পাতা ২০ টাকা, বেগুন লম্বা ২৫, করলা ৬০, বেগুন গোল ২০, শসা ৪০, মিষ্টি লাউ ৪০, পটল ৩০, বরবটি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ২৫-৩০ টাকা, বাঁধাকপি ১৫-২০, লাউ ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। নতুন আলু (সাদা) ১২০, লাল আলু ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা বলেন, বাজারে শীতকালীন সবজি আসায় অন্যান্য সবজির দামও কমে গেছে। কয়েক দিন পর আরও কমে যাবে। শিম যখন নতুন বাজারে উঠেছে, তখন ১০০-১৫০ টাকা করেও বিক্রি করেছি। এখন ৬০ টাকার মধ্যে চলে আসছে। আবার মুলা ৫০-৬০ টাকা বিক্রি হলেও এখন মুলা ১০-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ রকম সব সবজির দাম কমে যাবে।
বিডি/সি/এমকে