দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এখনো আসার সুযোগ আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারা নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না। হয়তো দলীয়ভাবে, জোটগতভাবে নাও আসতে পারে। তাদের ভেতর থেকে অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অনেকেই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে। শেষ মুহূর্তে কোন পর্যায়ে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করছে।
শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েও এ সময় কথা বলেন ওবায়দুল কাদের। জানান, চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। শনিবার না হলেও রোববারের মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। তিনি জানান, এবারের মনোনয়নে নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছে। উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী বাদ দেওয়া হয়নি।
ওবায়দুল কাদের বলেন, মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না। কারণ এর মধ্যে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রাখা হয়েছে। এ কারণে আলাদা জেলা বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করা হবে না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।
বিডি/আরডি/এমকে