ক্রমেই সংঘাতময় হয়ে উঠছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩

ক্রমেই আরও সংঘাতময় হয়ে উঠছে মিয়ানমারের পরিস্থিতি। ইতোমধ্যে দেশটির প্রায় অর্ধেক এলাকা দখলে নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলো একজোট হয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে।  এদিকে এমন পরিস্থিতিতে চীনের দ্বারস্থ হয়েছে জান্তা সরকার। 

পররাষ্ট্রমন্ত্রী থান শোয়েসহ কয়েক জন সামরিক শীর্ষকর্তা দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন হাইয়ের সঙ্গে বৈঠক করেছেন   বৃহস্পতিবার রাতের এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, দুদেশের জন্য লাভজনক যৌথ প্রকল্প বাস্তবায়ন, সীমান্তে শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। 

মিয়ানমারের সরকারি টিভি চ্যানেল গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারে প্রচারিত খবরে এ কথা বলা হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি উত্তর মিয়ানমারের শান এবং সাগিয়াং প্রদেশে সাফল্যের পরে পশ্চিমের চীন এবং রাখাইন প্রদেশেও হামলা শুরু করেছে। ইতোমধ্যেই অন্তত পাঁচটি প্রদেশ দখল করেছে তারা। চীনগামী মূল সড়কটিও এখন তাদের দখলে।

২০২১ সালে অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চির দলন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে মিয়ানমার সেনা। তখন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে নানা প্রান্তে শুরু হয় বিদ্রোহ। বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আছে— ‘তাং ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবংমিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)- নতুন জোটব্রাদারহুড অ্যালায়েন্স’।

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর