সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর আদ্যোপান্তের একটা বড় অংশে পরিবর্তন করে ফেলা হয়েছে পাকিস্তানের ক্রিকেটের। নতুন ডিরেক্টর এবং কোচ হিসেবে মোহাম্মদ হাফিজের সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছে ওয়াহাব রিয়াজ।
বোলিং কোচ হিসেবে আছেন উমর গুল এবং সাঈদ আজমলের মত অভিজ্ঞ সাবেকরা। এমনকি বাবর আজমকে বাদ দিয়ে পরিবর্তন আনা হয়েছে দলের অধিনায়কেও।
দলের এমন পরিবর্তন নিয়ে নতুন স্বপ্ন দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং সফল অধিনায়ক মাইকেল ভন। তার মতে, এ পরিবর্তনে পাকিস্তান সামনের দিনগুলোতে বেশ ভালোই করবে বলে বলে আশা করা যায়। পডকাস্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন ভন। পোস্টটির ক্যাপশনে নিজের ভবিষ্যদ্বাণী হিসেবে উল্লেখ করেছেন -‘তারা টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।’
হাফিজই দল পরিবর্তন করে দেবেন বলে মনে করেন ভন। তার কথায়,‘… আমার বন্ধু মোহাম্মদ হাফিজ ডিরেক্টর এবং প্রধান কোচের দায়িত্ব নিয়েছে। সে দলটাকে দেখভাল করবে, যা চমৎকার ব্যাপার।’
২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করবে। এ টুর্নামেন্ট সামনে রেখে আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রস্ততি শুরু করবে পাকিস্তান।
বিডি/এস/এমকে