সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩

সাতক্ষীরায় ট্রাক প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত ও গুরুতর আহত হয়েছেন দু’জন। শনিবার (২৫  সকালে) সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের করিমপুর এলাকার ছবি বিশ্বাস(৪৮) শিলিগুড়ি এলাকার অসীম কুমার বিশ্বাস(৬০) তারা খুলনা-মোংলা রেলপথ প্রজেক্টের আওতায় চাকরি করতেন। আহতরা হলেন- প্রাইভেটকার চালক রফিকুল ইসলাম সজিব পথচারী অজ্ঞাত পরিচয়ের এক শিশু।

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ  জানায়, খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল ট্রাকটি।  প্রাইভেটকার যাচ্ছিল খুলনার দিকে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় দুই ভারতীয় নাগরিক। প্রাইভেটকারটির চালককে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল অবস্থার অবনতি হওয়ায় পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথচারী আহত শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, পুলিশ ওই ট্রাক দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার উদ্ধার করেছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 

 

কিশোর কুমার,সাতক্ষীরা

মোবাঃ -০১৭২৬-৬৩১২১৮


মন্তব্য
জেলার খবর