নতুন-পুরাতন মিলিয়েই মনোনয়ন দিচ্ছি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের নির্বাচনে নতুন-পুরাতন মিলিয়েই মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেখানে নতুন করে ভাবতে হবে। ইলেকট্যাবল ক্যান্ডিডেট, সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে নতুন মুখ কেমন আসছে? শনিবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।

বর্তমান এমপিদের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান- কতজনকে বাদ দেব বা রাখব, ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। কাকে দিলে দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে, সেটাই বিবেচনা করা হচ্ছে।

মহাজোটের শরিকদের মনোনয়ন সংক্রান্ত প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে, তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা ১৪ দলীয় জোটের চেয়ারম্যান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জোটের বিপরীতে জোট হয়। প্রতিপক্ষের জোট বড়ে হলে সেটার বিপরীতে আমাদের জোট হবে। তাছাড়া কেন অহেতুক জোট করতে যাবো। প্রয়োজন না থাকলে জোট করব না। তাই তাদের বিষয়ে কিছু ঠিক হয়নি।

 

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর