চট্টগ্রামে ছুরিকাঘাতে মুরগী ব্যবসায়ীর মৃত্যু

১৭ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে টাকা ছিনিয়ে নেওয়ার সময় ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৩৫) নামে এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন।  মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।  নুরুল ইসলাম চাম্বল বাজারের মুরগি ও ডিম ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে, তিনি তার বাবার সাথে একই ব্যবসা করতেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি নরুল ইসলামের পথ রোধ করে। এসময় তার কাছে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে পথরোধকারীরা। স্থানীয়রা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার আগে দোকান বন্ধ করে হেঁটে ঘটনাস্থল দিয়ে নিজের বাড়িতেই ফিরছিলেন তিনি। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ডিকেটি/এমকে


মন্তব্য
জেলার খবর