নারায়ণগঞ্জে নিজের প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হয়েছে শিমুল (২৬) নামের এক পোশাকর্মী। শনিবার (২৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার শিমুল রাজশাহীর রাজপাড়া থানার বুলনপুর (কোর্ট বোলনপুর) গ্রামের ওমর আলীর ছেলে। তার বিরুদ্ধে গত ১৯ নভেম্বর মোবাইল অ্যাপ ‘Inform ATU’ এর মাধ্যমে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাইবার ক্রাইম উইংয়ের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী নিজেই।
অভিযোগের
তথ্য বলছে, ওই নারী
এবং শিমুল উভয়েই রুপগঞ্জে একটি পোশাক কারখানায় চাকুরী করেন। সেই সুবাধে তাদের মধ্যে প্রথমে পরিচয়
ও পরে প্রেমের সম্পর্ক
গড়ে ওঠে।
গত ৩ আগস্টে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে তার ভাড়া বাসায় ধর্ষণ করে শিমুল। নিপীড়নের এ চিত্র কৌশলে মোবাইল ফোনে ভিডিও করে অভিযুক্ত। এদিকে ওই নারী শিমুলকে বিয়ের জন্য চাপ দিলে অপারগতা প্রকাশের পাশাপাশি সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখায়। উপায় না পেয়ে এটিইউ’র সাইবার ক্রাইম উইংয়ে অভিযোগ করে। বিষয়টি রুপগঞ্জ থানাকে জানায় এটিইউ। এরপর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়।
বিডি/এন/এমকে