৪-১ গোলের ব্যবধানে চেলসিকে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে ৪- গোলের বড় ব্যবধানে চেলসিকে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড । ম্যাচের শেষদিকে দশ জনের দলে পরিণত হওয়া সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি ছন্দে ফিরতে পারেনি।

সেন্ট জেমস পার্কের এ ম্যাচচে নিউক্যাসলের পক্ষে গোল করেছেন জোয়েলিংটন, আলেক্সান্ডার ইসাক, জামাল লাসেয়েস অ্যান্থনি গর্ডন। চেলসির হয়ে এক গোল শোধ করেছেন ইংলিশ তারকা রাহিম স্টার্লিং।  শোচনীয়ভাবে এমন পরাজয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়নি মরিসিও পচেত্তিনোর দলের। যদিও মাঠে নেমেছিল তারা পয়েন্ট টেবিলে উন্নতি করার লক্ষ্য নিয়েই।

এদিন ম্যাচ ‍শুরুর ১৩ মিনিটে নিউক্যাসল প্রথম গোলের দেখা পায়, ম্যাচে লিড এনে দেন আলেক্সান্ডার ইসাক। ১০ মিনিট এগিয়ে থাকার পর ২৩ মিনিটে চেলসিকে সমতায় ফেরান রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে নিউক্যাসল এগিয়ে যায়। পরের মিনিটেই ব্যবধানটা - হয়ে যায়। তৃতীয় গোলে পিছিয়ে গেলেও ঘুরে দাঁড়ানোর সময় ছিল চেলসির হাতে। কিন্তু ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া রিস জেমসকে মাঠ ছাড়তে হয়, ফলে দশজনের দলে পরিণত হয় চেলসি।  এ সুযোগ নিয়ে ৮৩ মিনিটে নিউক্যাসলের হয়ে চতুর্থ গোল করেন অ্যান্থনি গর্ডন।

এদিনে ম্যাচে পরাজিত চেলসি মৌসুমে পঞ্চমবারের মতো হার দেখল ১৩ ম্যাচে খেলে। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দশেই আটকে থাকতে হলো তাকে। বিপরীতে সপ্তম জয় পেয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠল নিউক্যাসল ইউনাইটেড।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর