দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের যে কোনো নেতা বা যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে। দলীয় প্রতীকে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মনোনয়ন প্রত্যাশীরা পূর্বনির্ধারিত সাক্ষাৎ করতে যান।
নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দেন শেখ হাসিনা। একই সঙ্গে ভোটারদের ভোট কেন্দ্রে আনার কথাও বলেছেন তিনি।
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। অন্য দলের প্রার্থী না থাকলে আওয়ামী লীগ দলীয় প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী ও উৎসাহ দিতে হবে।
গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।
বিডি/আরডি/এমকে