স্থানীয়দের ধাওয়ায় প্রাণ হারালো নীলগাই

১৭ মার্চ ২০২১

পঞ্চগড় সংবাদদাতা
সীমান্ত এলাকায় দেখতে পেয়ে বিরল প্রজাতির নীলগাইটি ধরতে ধাওয়া দেন স্থানীয়রা। ধাওয়ায় ঢুকে পড়ে  সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের লোকালয়ে, আর সেখানেই মারা যায় গাইটি। বুধবার (১৭ মার্চ) দুপুরে মৃত নীলগাইটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার। গাইটি দেখা যায় তোড়েয়া ইউনিয়নের দারখোর এলাকায়, মারা মায় মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকায়।

আটোয়ারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন জানান,  নীলগাইটি আহত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন খচপাড়া এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি মৃত অবস্থায় উদ্ধার করে। ওসি বলেন, সীমান্ত দিয়ে নীলগাইটি ভারত থেকে আসছে হয়তো।গাইটি উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল-আল-মামুন বলেন, ‘প্রার্থমিক ভাবে জানা গেছে নীলগাইটি শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছে। এখন এটিকে ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন আসলে বুঝা যাবে মৃত্যুর আসল কারণ।
তিনি আরও বলেন, নীলগাই বাংলাদেশের বিলুপ্ত প্রজাতির একটি প্রাণি। এটি বাংলাদেশে দেখা না গেলেও ভারতের বিভিন্ন অঞ্চলে চোখে পড়ে।

এএন/এমকে


মন্তব্য
জেলার খবর