সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দুই নাগরিক নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক চালক ও হেলপার গ্রেফতার হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ভোর রাতে জেলার কালীগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার এ এস পি নাজমুল হক।
গ্রেপ্তারকৃত চালক হলেন কালিগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রেজাউল করিম (৩৮), তার হেলপার মো. ইয়াকুব হোসেন (২২) একই উপজেলার বাসিন্দা।
র্যাব কমান্ডার নাজমুল হক জানান, শনিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ক্যাম্পের সামনে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ভারতীয় কালিগঞ্জ উপজেলার বাসিন্দা নাগরিক নিহত হয়। গুরুতর আহত হন প্রাইভেটকারটির চালকসহ এক পথশিশু। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে ওই বাড়ি থেকে। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে