দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব আসনেই দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করে দলটি। বিভাগভিত্তিক আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ড সভা করে তাদের নাম চুড়ান্ত করে।
রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার দলীয় মনোনয়নের তালিকায় বর্তমান কিছু সংসদ সদস্য বাদ পড়েছেন। তাদের জায়গায় স্থান হয়েছে বেশিরভাগ নতুনদের।
এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকালে গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।
বিডি/আরডি/এমকে