মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদীয় সব আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণার পর পঞ্চগড়ে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুঁইয়াকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এদিকে এ অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দূর্ভোগে পড়েছেন যাত্রীসহ পথচারী সাধারন মানুষ।
রোববার (২৬ নভেম্বর) বিকালে পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর সংযোগ সড়কের ওপর এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওইদিকে একই দাবিতে তেঁতুলিয়া, জগদল ও আটোয়ারী বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে মজাহারুল হক প্রধানের সমর্থকরা সড়ক অবরোধ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে