পঞ্চগড়ে আ.লীগের সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদীয় সব আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণার পর পঞ্চগড়ে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। পঞ্চগড়- আসনে নাঈমুজ্জামান ভুঁইয়াকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এদিকে এ অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দূর্ভোগে পড়েছেন যাত্রীসহ পথচারী সাধারন মানুষ।

রোববার (২৬ নভেম্বর) বিকালে পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর সংযোগ সড়কের ওপর অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওইদিকে একই দাবিতে তেঁতুলিয়া, জগদল আটোয়ারী বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে মজাহারুল হক প্রধানের সমর্থকরা সড়ক অবরোধ করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর