মন্তব্য
পাবনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র গালিবুর রহমান শরীফ গালিব। রোববার (২৬ নভেম্বর) বিকালে কেন্দ্রীয়ভাবে তার নাম ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তার নাম ঘোষণার পর এ আসনের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তার কর্মী ও সমর্থকরা।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদারের নেতৃত্বে একদন্ত ক্লাব থেকে আনন্দ মিছিল বের করা হয়।
বিডি/এএইচ/সি/এমকে