বিএনপি নির্বাচনে এলে বা না এলেও নির্বাচন পিছিয়ে দেবে না নির্বাচন কমিশন ( ইসি)। তবে দলটি নির্বাচনে এলে পূনঃতফসিল ঘোষণা করা হবে, তফসিল পেছানো হবে। ইসি চাচ্ছে সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন। বিএনপিসহ সমমনা দলগুলো এখনো নির্বাচনে না আসার ঘোষণায় অনঢ় থাকলেও আশা ছাড়ছে না ইসি। ইসি বলছে, এখনো বিএনপির নির্বাচনে আসার সুযোগ আছে। এখনো আশা রাখছি- বিএনপি নির্বাচনে আসবে। তারা নির্বাচনে আসলে সেটা জাতির জন্য সৌভাগ্যের হবে বলেও মনে করছে ইসি।
রোববার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেওয়া সিইসির জবাব থেকে এমনটাই জানা গেছে।
সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, বিএনপিকে আহ্বান করা হয়েছে। একবার বা দুবার নয়, বার বার-১০ বার বলা হয়েছে। সব সময় সংলাপ, সমঝোতার কথা বলা হয়েছে। আগেও বলেছি, এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি, সুযোগ আছে। তিনি বলেন, সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আরও অনুকূল হয়ে উঠে। নির্বাচন আরও অর্থবহ হবে। তিনি জানান, ইসির দিক থেকে কোনো পরিবর্তন করা হয়নি। এখনো আশা করি, হয়তোবা ওরা (বিএনপি) আসতেও পারে।
এদিকে নির্বাচনের আগে প্রশাসনের রদবদল করার ইচ্ছা নেই কমিশনের। সিইসি বলেন, এর আগে নির্বাচন ঘিরে প্রশাসনের রদবদল করা হলেও সেটা নির্বাচন কমিশন করেনি। সরকার করেছে।
প্রশাসনের রদবদল প্রয়োজন আছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, নির্বাচনের স্বার্থে যেটাকে ভালো মনে করবে ইসি, সেটাই করা হবে। এখতিয়ারের বাইরে কিছু করা হবে না। আরেক প্রশ্নের জবাবে সিইসি জানান, সেনাবাহিনী নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। প্রয়োজন হলে একেবারে শেষ পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি/এন/এমকে