মন্তব্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। এ সফর দুই দেশের মধ্যে আর্থ-রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করবে বলে মনে করা হচ্ছে।
এ সফরে ইব্রাহিম রায়িসি পুতিনের সাথে বৈঠক করবেন। রুশ সংসদ দুমায় ভাষণ দেয়ার কথাও রয়েছে তার।
রাশিয়ার জাতীয় সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। এতে আরো জানানো হয়, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট রায়িসি রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন। এছাড়া সেখানে রাশিয়া প্রবাসী ইরানি ও রুশ ব্যবসায়ীদের সমাবেশে অংশ নেবেন।
প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী, তেলমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ কয়েকজন পদস্থ কর্মকর্তা।
আরআই