সোনার নতুন দাম নির্ধারণ, দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৩

দেশের বাজারে সব ধরণের সোনার দাম নির্ধারণ করা হয়েছে। এতে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো হিসেবে পরিচিত ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা, এ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ হাজার ১২৫ টাকা। সোমবার (২৭ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হচ্ছে।

রোববার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাজুস।  বাজুসের ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেট লাখ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেট ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৩ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাজুস।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর