অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণের কাছে মানবিক সহায়তা বিতরণের পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার (২৬ নভেম্বর) ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন তাঁরা। সোমবার (২৭ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করেছে।
আনাদোলু বলছে, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলের ‘বেআইনি’ হামলা নিয়ে আলোচনা করেছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের, বিশেষত তুরস্ক ও ইরানের ভূমিকার ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এছাড়া আঙ্কারা ও তেহরান গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি অর্জনে একসঙ্গে কাজ করে যাবে বলেও জানান তিনি।
এদিকে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার থেকে গাজায় চার দিনের মানবিক বিরতি চলছে। মানবিক বিরতি শুরুর পর দুই দিনে ইসরায়েলের কারাগারে থাকা ৭৮ ফিলিস্তিনি এবং হামাসের হাতে বন্দি ৪১ ইসরায়েলি ও বিদেশি নাগরিক মুক্তি পেয়েছে। দেড় মাসে আগে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এ চুক্তি অনুযায়ী, হামাস ৫০ ইসরায়েলি বন্দিকে এবয় ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
বিডি/আই/এমকে