আইসিসির দ্বারস্থ পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৩

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর ২০২৫ সালে হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের মাটিতে খেলতে আপত্তি করতে পারে ভারত। এমন আশঙ্কা থেকে আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছে পাকিস্তান। তাদের দাবি, চুক্তিতে এমন শর্ত থাকুক, যেন পাকিস্তানে না খেলতে গেলে ক্ষতিপূরণ দিতে হবে ভারতকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে ঠিকই। কিন্তু এখনো চুক্তি সই হয়নি। তাই ভারত আপত্তি করার আগেই তাড়াতাড়ি চুক্তি সই করিয়ে নিতে চাইছে পাকিস্তান।

ওই কর্মকর্তা আরও জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে- পাকিস্তানে খেলতে কোনো দেশ আপত্তি করেনি। নিরাপত্তার কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে সেটা খতিয়ে দেখে যেতে পারে আইসিসির বিশেষ দল। কিন্তু ভারত খেলতে না চাইলে ক্ষতিপূরণ তাদের দিতে হবে।

এর আগে পাকিস্তানে এশিয়া কাপে আয়োজনের ব্যাপারেও নিরাপত্তার কারণ দেখিয়ে জোরালো আপত্তি জানায় ভারত। ফলে এশিয়া কাপ হয় পাকিস্তান শ্রীলঙ্কায়। সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলে ভারত। সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ক্ষেত্রেও যেন এমন সঙ্কট না হয়, তাই আগে থেকেই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

বিডি/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর