মন্তব্য
সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করবেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সোমবার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপিসহ সরকার বিরোধী কয়েক দলের আলাদাভাবে ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার। অবরোধ ঘিরে বিভিন্ন জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের দু একটা খবর পাওয়া যাচ্ছে। সড়কে যানবাহন চলাচল কম, যাত্রীও কম।
বিডি/এন/এমকে