নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩

নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুস্পৃষ্ট হয়ে খোকন সানা (৪৩) নামে  এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাতে সাতক্ষীরার আশাশুনি  উপজেলার বাইনতোলার বিলে এ দুর্ঘটনা  ঘটে। নিজের জমিতে ইদুরের উপদ্রব হতে আমন ধান রক্ষায় ফাঁদটি পেতেছিলেন তিনি।

খোকন সানা  বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের কেয়ামুউদ্দিন সানার ছেলে। গদাইপুর জের আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইন জানান, খোকন তার জমিতে ইঁদুর মারতে বিদ্যুৎ সংযোগ দেন। রাত সাড়ে দশটার দিকে তিনি পরিস্থিতি দেখতে জমিতে যান। সেখানে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, লাশ  ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর