দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নিলেও, দলটির অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, এবারের নির্বাচনে ২৫ থেকে ৩০টি দল অংশ নিতে যাচ্ছে।
সোমবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি জানান। ওবায়দুল কাদের বলেন, বিরোধীরাই সহিংসতা, চোরাগুপ্তা হামলা করছে। দেশের শান্তির জন্য সরকারি দল নির্বাচনকে বেছে নিয়েছে। আমরা কেন সহিংস পরিবেশ চাইব?
মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মাত্র দুইটা বাকি রাখা হয়েছে, সেটা টেকনিক্যাল বা কৌশলগত বিষয় থাকতে পারে। উইনেবল এবং ইলেক্টেবল প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। সেই বিচারে যারা আসেনি, ধরে নিতে পারেন তারা পায়নি।
বিডি/আরডি/এমকে